ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় দুইজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। আরেকজনকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

