পাকিস্তান সুপার লিগে তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।
যেখানে বাংলাদেশ জাতীয় দলের পেসারকে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে “ব্যাটসম্যানরা সাবধান, নতুন যুগ ফিজের জন্য অপেক্ষা করছে, এইচবিএল পিএসএল ১১- এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।”
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।
এই ঘটনার জেরে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবি।
রেডিওটুডে নিউজ/আনাম

