শীতে ত্বকে গ্লিসারিন মাখলে কী কী উপকার পাবেন?

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬,

২৬ পৌষ ১৪৩২

Radio Today News

শীতে ত্বকে গ্লিসারিন মাখলে কী কী উপকার পাবেন?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৪, ৮ জানুয়ারি ২০২৬

Google News
শীতে ত্বকে গ্লিসারিন মাখলে কী কী উপকার পাবেন?

শুষ্ক আবহাওয়া, বাতাসে জলীয় বাষ্পের ঘাটতির কারণে শীতে ত্বক নাজেহাল হয়ে যায়। রুক্ষ ও নির্জীব ত্বকের জন্য বাড়তি যত্নের প্রয়োজন। এই শীতে ত্বকের কোমলতায় গ্লিসারিন ব্যবহার করতে পারেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের নানা সমস্যা দূর হবে। বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননও ত্বকের যত্নে সারা বছর গ্লিসারিন ব্যবহার করেন। তাঁর মতে, ‘‘গ্লিসারিনের গুণ অনেক। তবে সহজলভ্য বলে তেমন গুরুত্ব দেওয়া হয় না। গ্লিসারিনকে নানা ভাবে ব্যবহার করা যায়। এটি অ্যান্টিসেপটিক। ত্বক আর্দ্র রাখে।’’

শীতে বাজার থেকে কেনা গ্লিসারিন কতটা কার্যকর হতে পারে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কেননা শীতে বিভিন্ন প্রসাধনী সংস্থা নিজস্ব ব্যানারে গ্লিসারিন মিশ্রিত নানা প্রসাধনীই বাজারজাত করে। সেগুলোতে রাসায়নিক থাকতে পারে। তাই ত্বকের যত্ন নিতে রাসায়নিকবিহীন খাঁটি গ্লিসারিন ব্যবহার করার চেষ্টা করুন। 

গ্লিসারিন মাখলে কী কী উপকার পাবেন? 
ভারতের রূপচর্চাশিল্পী শর্মিলা সিংহ ফ্লোরার মতে, মুখে জমে থাকা তেল, ধুলো-ময়লা দূর করতে গ্লিসারিন ব্যবহার করে মুখ ধুয়ে নিন। গ্লিসারিনের গভীর ভাবে ত্বক পরিষ্কার করার ক্ষমতা আছে। ত্বকের কোষে পানি ধরে রেখে ত্বককে আর্দ্র রাখে এটি। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতে গ্লিসারিন কার্যকর। 

ব্যবহারবিধি 
অভিনেত্রী কৃতি রোজ গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মুখে মাখেন। শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বক টোনিং করতে পারেন। প্রতি রাতে ঘুমোনোর আগে এটি করলে ত্বক ফাটবে না। বরং শীতেও ত্বক থাকবে নরম ও উজ্জ্বল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের