এশিয়ায় রেল-সড়ক আন্তঃমাধ্যম পরিবহনে দ্রুত বাড়ছে পণ্য রপ্তানির

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

চীনের সিচাং থেকে দক্ষিণ 

এশিয়ায় রেল-সড়ক আন্তঃমাধ্যম পরিবহনে দ্রুত বাড়ছে পণ্য রপ্তানির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৮, ৭ জানুয়ারি ২০২৬

Google News
এশিয়ায় রেল-সড়ক আন্তঃমাধ্যম পরিবহনে দ্রুত বাড়ছে পণ্য রপ্তানির

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ইয়িউয়ু শহর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন শনিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাৎসে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ২০২৫ সালে পরিচালিত সব ১২টি মালবাহী ট্রেনের যাত্রা সফলভাবে সম্পন্ন হলো। এসব ট্রেনে পরিবাহিত পণ্যের মোট মূল্য ২৩ কোটি  ইউয়ানের বেশি। 

২৫ ডিসেম্বর যাত্রা শুরু করা ওই ট্রেনটিতে দৈনন্দিন ব্যবহার্য পণ্য, কাপড়ের রোল ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পরিবহন করা হয়, যার মোট মূল্য ৬০ লাখ ইউয়ানেরও বেশি।

এই মালবাহী ট্রেন সেবা রেল ও সড়ক সমন্বিত পরিবহন পদ্ধতিতে পরিচালিত হয়। সিচাংয়ের বাইরে বিভিন্ন অঞ্চল থেকে রেলের মাধ্যমে পণ্য সংগ্রহ করা হয়, শিগাৎসেতে পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো ট্রাকে করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাঠানো হয়।

প্রচলিত স্থলভিত্তিক পরিবহনের তুলনায় এই পদ্ধতিতে পরিবহন দক্ষতা ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিক লজিস্টিক খরচ প্রায় ২০ শতাংশ কমেছে।

শিগাৎসে অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ইউ মিয়াও জানান, ২০২৪ সালের ১৫ আগস্ট প্রথম ট্রেন চালুর পর থেকে মালবাহী ট্রেনগুলোর কার্যক্রমের পরিসর ও সেবার সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নিয়মিত পরিচালনার ভিত্তিতে ২০২৬ সালে এই মালবাহী ট্রেন সেবার পণ্য সংগ্রহের এলাকা আরও সম্প্রসারণ করা হবে। এতে ২০২৫ সালের তুলনায় পরিবহন পরিমাণ ১০ শতাংশের বেশি বাড়বে বলে আশা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের