ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াংয়ে শীতের উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াংয়ে শীতের উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২১, ৫ জানুয়ারি ২০২৬

Google News
ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াংয়ে শীতের উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াং প্রদেশে বরফ ও তুষারের মৌসুম এখন তুঙ্গে। আর এরই সঙ্গে সঙ্গে এখানকার স্কুল ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ছে শীতকালীন ক্রীড়া কার্যক্রম। শিক্ষার্থীরা ক্যাম্পাসেই বরফ ও তুষার নিয়ে মেতেছে নানা খেলাধুলায়।

ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুনবুইর শহরে রঙিন বরফ ও তুষার কার্যক্রম শিক্ষার্থীদের শুধু প্রাণবন্তই করছে না, বরং তাদের সামনে বরফ-তুষারের সংস্কৃতি প্রত্যক্ষ করার সুযোগও তৈরি করছে।

বাই ইয়িরান নামের এক শিক্ষার্থী জানালেন, ‘বাবার সঙ্গে স্নো টিউবিং খেলেছি। আজ আবার স্নো হলিডে, সত্যিই খুব আনন্দ লাগছে।’

অন্যদিকে, চালানতুন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করা হয় বরফ ও তুষার ক্রীড়া উৎসব। সেখানে শিক্ষার্থীরা স্নো টিউবিং, কার্লিং ও স্পিড স্কেটিংসহ নানা খেলায় মেতে আছে।

চালানতুন শহরের পরীক্ষামূলক প্রাথমিক বিদ্যালয়ের উপপরিচালক ছেং ফেংলিয়ান, ‘ভবিষ্যতে আমাদের স্কুল শিক্ষা ও ক্রীড়ার সমন্বয় আরও জোরদার করবে এবং বরফ ও তুষার ক্রীড়ায় স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করবে।’

উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশেরও কিছু স্কুলে চলছে বরফভিত্তিক খেলাধুলা।

সব মিলিয়ে, ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াংয়ের স্কুলগুলোতে শীতকালীন ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক আনন্দ দুটোই বাড়াচ্ছে। সেইসঙ্গে বরফ ও তুষারভিত্তিক এই বিনোদনে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে ক্রীড়া ও স্থানীয় সংস্কৃতির প্রতি আগ্রহ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের