রেলখাতে বিনিয়োগ বেড়েছে চীনের

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬,

২৫ পৌষ ১৪৩২

Radio Today News

রেলখাতে বিনিয়োগ বেড়েছে চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২০, ৭ জানুয়ারি ২০২৬

Google News
রেলখাতে বিনিয়োগ বেড়েছে চীনের

২০২৫ সালে চীন রেলখাতে বিনিয়োগ করেছে ৯০ হাজার ১৫০ কোটি ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। রোববার চীনের জাতীয় রেল পরিচালনা সংস্থা এ তথ্য জানিয়েছে। 

চায়না স্টেট রেলওয়ে গ্রুপ জানায়, ২০২৫ সালে নতুন করে ৮টি রেল প্রকল্পের কাজ শুরু হয়েছে। একই বছরে চালু হয়েছে ২৫টি রেল প্রকল্প।
এই সব প্রকল্পের মাধ্যমে ২০২৫ সালে মোট ৩ হাজার ১০৯ কিলোমিটার নতুন রেলপথ চালু হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৬২ কিলোমিটারই উচ্চগতির রেললাইন।

২০২৫ সালের শেষ নাগাদ চীনে চালু থাকা মোট রেলপথের দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজার কিলোমিটার। এর মধ্যে উচ্চগতির রেললাইনের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটার ছাড়িয়েছে।

চায়না রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালেও গুরুত্বপূর্ণ জাতীয় রেল প্রকল্পগুলোর কাজ মানসম্মতভাবে এগিয়ে নেওয়া হবে। এ সময় নতুন করে ২ হাজার কিলোমিটারের বেশি রেলপথ চালুর পরিকল্পনাও রয়েছে। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের