ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর কি গ্রিনল্যান্ডের দিকে?

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর কি গ্রিনল্যান্ডের দিকে?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৫ জানুয়ারি ২০২৬

Google News
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর কি গ্রিনল্যান্ডের দিকে?

ভেনেজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্পের নজর এখন কার দিকে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে স্বয়ং মার্কিন এই প্রেসিডেন্টের বক্তব্য থেকে। রোববার এয়ার ফোর্স ওয়ানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'জাতীয় স্বার্থেই' তাদের গ্রিনল্যান্ড দরকার।

"জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার এবং ডেনমার্ক এটি আটকাতে পারবে না," বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এমন বক্তব্যের আগে রোববার ডোনাল্ড ট্রাম্পের সহকারী স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করেন।

ওই মানচিত্রটিতে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করা হয় এবং তাতে লেখা ছিল, 'শিগগিরই'।

তবে গ্রিনল্যান্ড দখল করার হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

"যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, এমন কথা বলার কোনো অর্থ নেই...ড্যানিশ কিংডমের অন্তর্ভুক্ত তিনটি ভূখণ্ডের কোনোটিকেই দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই," বলেন মেটে ফ্রেডেরিকসেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের