আজ আইসিসিতে চিঠি দেবে বিসিবি, আসতে পারে বড় সিদ্ধান্ত

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

Radio Today News

আজ আইসিসিতে চিঠি দেবে বিসিবি, আসতে পারে বড় সিদ্ধান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩২, ৪ জানুয়ারি ২০২৬

Google News
আজ আইসিসিতে চিঠি দেবে বিসিবি, আসতে পারে বড় সিদ্ধান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে দল পেলেও নজিরবিহীনভাবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে অংশ নেবে কি না, সে বিষয়েও আলোচনা হয়। আজ রোববার (৪ জানুয়ারি) এ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের একাধিক পরিচালক গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দলের ভারতে পৌঁছানোর কথা রয়েছে ২৫ জানুয়ারি। তবে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি কর্তারা। 

শুধু খেলোয়াড় নয়, তাদের পরিবার, বিসিবি কর্মকর্তা এবং সংবাদকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আইসিসিকে চিঠি দেওয়া হবে। বিসিবি রোববারই এই চিঠি পাঠাবে।

এছাড়া মোস্তাফিজকে রাজনৈতিক কারণে এভাবে বাদ দেওয়ার এখতিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের আছে কি না, সে বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইবে বিসিবি। এ চিঠির অনুলিপি বা সিসি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকেও দেওয়া হবে।

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিয়েও বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। মোস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। এ বিষয়ে রোববার অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। সেখানে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের মতো বড় সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের