শহীদ ওসমান হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার,

০৬ জানুয়ারি ২০২৬,

২৩ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

০৬ জানুয়ারি ২০২৬,

২৩ পৌষ ১৪৩২

Radio Today News

শহীদ ওসমান হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২১, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২২, ৫ জানুয়ারি ২০২৬

Google News
শহীদ ওসমান হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শহীদ ওসমান বিন হাদির মামলার শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। এই সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে।

আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সঠিক সময়েই দেশে নির্বাচন আয়োজিত হবে

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে কঠোর সরকার। এ জন্য গোয়েন্দা নজরদারির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্তকারীদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

এ সময় ঘুষের ৩৬ লাখ টাকাসহ হাতেনাতে আটক হওয়া গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পারষ্পরিক সম্পর্কে যাতে দলগুলোতে দুষ্কৃতকারী ঢুকতে না পারে সে ব্যাপারে দলগুলোর প্রতি আহ্বান জানাই। রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এ এখন পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের