বাংলাদেশকে পিছনে টেনে নেয়ার অনেক ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

বাংলাদেশকে পিছনে টেনে নেয়ার অনেক ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৮, ৫ জানুয়ারি ২০২৬

Google News
বাংলাদেশকে পিছনে টেনে নেয়ার অনেক ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়ার যে অবদান, তা অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আয়োজিত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান, তখন তিনি সুস্থ ছিলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া একাধারে ছিলেন একজন রাজনৈতিক দলের নেত্রী, আবার একাধারে তিনি ছিলেন গোটা জাতির নেত্রী। তিনি কখনো সংকীর্ণতায় ভুগতেন না।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের নিশ্চই মনে আছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতি যখন আরেকবার স্বাধীন হলো, সেই রাত্রেই খুব কষ্ট করে তিনি একটা বক্তব্য দেন।

এত অত্যাচারের পরেও তিনি (বেগম খালেদা জিয়া) তার বক্তব্যে বলেছিলেন— প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি।

মির্জা ফখরুল বলেন, তার এই বার্তাটি সমগ্র বাংলাদেশকে বদলে দিয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আবার পিছনে টেনে নেয়ার অনেক ষড়যন্ত্র চলছে। সেগুলো পেছনে ফেলে বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের