যাত্রী নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করতে হবে: রিজভী

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

যাত্রী নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করতে হবে: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৬, ৬ জানুয়ারি ২০২৬

Google News
যাত্রী নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করতে হবে: রিজভী

মোটরযান চালকদের হয়রানি, পুলিশি নির্যাতন বন্ধ এবং যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে চালকের পেশাকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার তাগিদ দেন তিনি। 

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বেগম জিয়া শারীরিকভাবে চলে গেলেও তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। 

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের