সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

টাঙ্গাইলে ছাত্রলীগের হামলার শিকার রেজা কিবরিয়া ও নূর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ১৭ নভেম্বর ২০২১

আপডেট: ২০:১৯, ১৭ নভেম্বর ২০২১

Google News
টাঙ্গাইলে ছাত্রলীগের হামলার শিকার রেজা কিবরিয়া ও নূর

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেন রেজা কিবরিয়া। ফেসবুক লাইভে তিনি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতি থাকার পরও আমাদের ওপর হামলা চালিয়েছে।

ফেসবুকের আরেকটি পোস্টে তিনি লেখেন হামলায় দলটির ৪০ জন আহত হয়েছেন। এ বিষয়ে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে বলেন এবং থানায় গিয়ে মামলা করবেন বলে জানান।

এদিকে হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন বলেন, গণঅধিকার পরিষদের নেতারা মাওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছার পর ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা হামলা চালান। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ড. কিবরিয়া ও নুরসহ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের