শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ডলারের দাম বৃদ্ধি: কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৩, ২৯ জুলাই ২০২২

Google News
ডলারের দাম বৃদ্ধি: কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিল

ডলারের দাম অতিরিক্ত বাড়ার ক্ষেত্রে কোনো ধরনের কারসাজির প্রমাণ পেলে মানি এক্সচেঞ্জ হাউজের লাইসেন্স বাতিল করা হবে। ডলারের দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিদের সাক্ষাৎ শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ‘গতকাল বাংলাদেশ ব্যাংকের ১০টি টিম বেশকিছু মানি এক্সচেঞ্জ হাউজ পরিদর্শন করেছে। এ সময় কিছু অনিয়ম পরিদর্শন টিমের নজরে এসেছে। এ পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তার লাইসেন্স বাতিল করা হবে।’

এর আগে এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ‘ডলারের বাজার অস্থিতিশীল করার পেছনে কোনো ব্যাংক ও ব্যবসায়ী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়েছি।’

তিনি বলেন, ‘কারা এলসি খুলে আবার অন্যত্র সরিয়ে মার্কেটে অস্থিতিশীলতা তৈরি করছে, তা বাংলাদেশ ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো জানে। এর সঙ্গে জড়িত ব্যাংক ও ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান দেশের চেয়ে বড় না। যারাই আর্থিক খাতে বিশৃঙ্খলা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের