শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

চলতি বছর খাদ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত - খাদ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৮, ২৫ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:৩০, ২৫ জানুয়ারি ২০২৩

Google News
চলতি বছর খাদ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত - খাদ্যমন্ত্রী

চলতি বছর খাদ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত আছে বলে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না, হওয়ার কোনো চান্স নাই, যদি আল্লাহ নিজের হাতে গজব না দেয়।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খরার কারণে আমনের ফলন নিয়ে শঙ্কা থাকলেও এবার আমনের বাম্পার ফলন হয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, সংগ্রহ ভাল হয়েছে, সরবরাহও ভাল আছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুদ, এখন প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন। আমন ধান সংগ্রহ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা খাদ্য মন্ত্রণালয় ধান কিনি একটা কারণে, যাতে সিন্ডিকেট করে কৃষকদের কেউ না ঠকায়। আমাদের কাছে না আসুক, বাজারে বেশি মূল্য পাক, দ্যাটস এনাফ।

এছাড়া  সরিষার ফলনে ভোজ্যতেল নিয়েও আশাবাদ ঝরল খাদ্যমন্ত্রীর কণ্ঠে। তিনি বলেন,  "সারাদেশেই সরিষার আবাদ হচ্ছে, আমার ধারণা ৩০ শতাংশ ভোজ্যতেল এবার আমরা সরিষা থেকে সংগ্রহ করতে পারব"। 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের