রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

Radio Today News

জুম্মার দিনের ফজিলত এবং আমল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ১২ মে ২০২৩

Google News
জুম্মার দিনের ফজিলত এবং আমল

জুম্মার দিনের ফজিলত এবং আমল

সৃষ্টি জগতের শুরু থেকে জুমার দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সপ্তাহের ছয় দিনের তুলনায় অধিক মর্যাদা সম্পন্ন এই শুক্রবার দিনটির আমল অনেক ফজিলত পূর্ণ। পবিত্র কোরআনশরীফে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা ও নাযিল হয়েছে।

জুমার দিনটিতে বিশেষ কিছু আমল সম্পর্কে নিম্নে তুলে ধরা হলো :

১. গোসল করা।
২. আগেভাগে মসজিদে যাওয়ার প্রস্তুতি নেওয়া।
৩. ফজরের ফরজ নামাজের পর সূরা সাজদা ও ইনসান তেলাওয়াত করা।
৪. মনোযোগ সহকারে খুতবা সোনা এবং খুতবা চলাকালীন সময়ে কোন কথা না বলা।
৫. জুমার দিনটিতে যতবেশি সম্ভব নবীজির ওপর দুরুদ পড়া।
৬. ইমামের কাছাকাছি গিয়ে বসা।
৭. সূরা কাহাফ তেলাওয়াত করা।
৮. উত্তম পোশাক এবং সুগন্ধি ব্যবহার করা।
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে, উত্তম রুপে পবিত্রতা অর্জন করে, পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন তা শরীরে লাগায়, এরপর জুমার সালাতে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাক করে অগ্রসর না হয় তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনা সমূহ ক্ষমা করা হয়। (ইবনে মাজাহ : ১০৯৭)।

দোয়া কবুলের বিশেষ একটি দিন হলো এই জুমার দিন।
তাই আমাদের সকলের উচিত বিশেষ এই দিনটিতে বেশি বেশি নবীজির উপর দরূদ পাঠ সহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই দিনের আমল পালন করা।

মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিম উম্মাহকে বিশেষ দিনটির বিশেষত্ব বোঝার এবং সেই অনুযায়ী যথাযথ আমল পালন করার তৌফিক দান করুন।
(আমিন )

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের