বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ৭ আগস্ট ২০২৪

Google News
বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বিক্ষুদ্ধরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধানের পদত্যাগ দাবি করেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন।

আজ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব দিয়ে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি কাজী সাইদুর রহমান, ডিজি-১ নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পন করে অদ্য পদত্যাগ করলাম। ’

এই প্রতিবেদন লেখার সময় সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তারা বিক্ষোভ করছিলেন। বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা ডেপুটি গভর্নর ফ্লোরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তারা বিভিন্ন অনিয়মে সহায়তাকারীদের পদত্যাগ ও গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের