শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাদ জোহর সাদী মহম্মদের জানাজা, দাফন মোহাম্মদপুরে 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৪, ১৪ মার্চ ২০২৪

Google News
বাদ জোহর সাদী মহম্মদের জানাজা, দাফন মোহাম্মদপুরে 

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদের নামাজে জানাজা আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। দাফন করা হবে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের দরজা ভেঙে সাদী মহম্মদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

সাদীর মহাম্মদ, সংগীতাঙ্গনে একজন নক্ষত্র। তাকে বাদ দিয়ে কখনো সম্পন্ন হবে না বাংলাদেশের রবীন্দ্রসংগীতের ইতিহাস। গত কয়েক দশক তার দরাজকন্ঠে মুহিত করেছেন কোটি দর্শককের হৃদয়। কিন্তু হঠাৎই স্বেচ্ছায় পৃথিবীকে বিদায় জানালেন তিনি। 

পরিবারের সদস্যরা জানান, বুধবার ইফতারের পরও তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছেন সাদী মহম্মদ। কিন্তু সন্ধ্যার পর তার ঘরের দরজা বন্ধ দেখা যায়। পরে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে নয়টার দিকে সোরওয়ার্দী হাসপাতালে আনা হয় মরদেহ। 

তার মৃত্যুর খবরে ছুটে আসেন সংস্কৃতি অঙ্গণের গুণী ব্যক্তিরা। তার শিক্ষার্থীরা ও কাছেরজনরা মনে করেন জীবনদশায় মূল্যায়িত হননি সাদী মহম্মদ। 

এ শূন্যতা পূরণ হওয়ার নয়, এখন কেবল অডিও আর ভিডিও রেকর্ডে খুঁজে ফিরতে হবে সাদী মহম্মদকে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের