শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

মডার্নার ২৫ লাখ করোনা ভ্যাকসিন এখন ঢাকায়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৬, ৩ জুলাই ২০২১

আপডেট: ১৬:৩৯, ৩ জুলাই ২০২১

Google News
মডার্নার ২৫ লাখ করোনা ভ্যাকসিন এখন ঢাকায়

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার (২ জুলাই) রাত প্রায় সাড়ে এগারোটার দিকে ভ্যাকসিন বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আরো সাড়ে ১২ লাখ ভ্যাকসিন আজ শনিবার (৩ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছে।

উল্লেখ্য যে, জুন মাসে হোয়াইট হাউস তাদের এক ঘোষণায় জানায় যে, এশিয়ার ১৬ টি দেশে তারা ৭০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কোভ্যাক্সের আওতায় প্রদান করবে।

এরআগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এখন আমরা কোভ্যাক্সের অধীনে ভ্যাকসিন পাচ্ছি। সেইসাথে চীনের কাছ থেকেও ভ্যাকসিন মিলেছে।

শুক্রবার মডার্নার ভ্যাকসিন গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব, মার্কিন রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশে পৌঁছালো মডার্নার দ্বিতীয় চালানের ভ্যাকসিনও: এদিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় মডার্নার তৈরি আরো ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। ভ্যাকসিন বহনকারী বিশেষ বিমানটি সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের