শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

দরিদ্র দেশে কম দামে ওষুধ দিতে ডব্লিউএইচও’র নতুন প্রকল্প

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৫, ১৯ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৫৮, ১৯ অক্টোবর ২০২১

Google News
দরিদ্র দেশে কম দামে ওষুধ দিতে ডব্লিউএইচও’র নতুন প্রকল্প

ফাইল ছবি

দরিদ্র দেশগুলো যেন কম দামে করোনার অ্যান্টিভাইরাল ওষুধ কিনতে পারে, সেজন্য একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতি অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস এক্সিলারেটর (এসিটি-এ) নামের এই প্রকল্পের উদ্দেশ্য ও পরিকল্পনার খসড়া একটি অনুলিপি পেয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ১০০ কোটি করোনা টেস্টের ব্যবস্থা এবং ১২ কোটি করোনা রোগীকে করোনার চিকিৎসা বাবদ অল্প দামে অ্যান্টিভাইরাল পিল সরবরাহের পরিকল্পনা নিয়েছে ডব্লিউএইচও।

এছাড়াও এসিটি-এ প্রকল্পের আওতায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর করোনা রোগীরা যেন প্রতি কোর্স অ্যান্টিভাইরাল পিল ১০ ডলারে কিনতে পারে- সেই ব্যবস্থা করবে ডব্লিউএইচও।

এ কাজে প্রয়োজনীয় অর্থের জন্য জি২০ সহ অন্যান্য দাতাসংস্থার কাছ থেকে ২ হাজার ২৮০ কোটি ডলার চাওয়া হয়েছে।

এ উদ্দেশ্যে দাতা দেশ ও সংস্থাগুলো এরইমধ্যে প্রকল্পে ১ হাজার ৮৫০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের