সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় সি চিনপিং ও মিন অং লাইংয়ের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৩, ১০ জুন ২০২৫

আপডেট: ১০:৫৬, ১০ জুন ২০২৫

Google News
কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় সি চিনপিং ও মিন অং লাইংয়ের

চীন-মিয়ানমার কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান মিন অং লাইং। রোববার এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।
 
শুভেচ্ছা বার্তায় সি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৭৫ বছরে চীন ও মিয়ানমারের ভ্রাতৃসুলভ বন্ধুত্ব সময়ের পরীক্ষায় টিকে রয়েছে এবং আরও শক্তিশালী হয়েছে। 

তিনি আরও বলেন, পারস্পরিকভাবে সমর্থিত শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতিমালা এবং বান্দুং চেতনার ভিত্তিতে দুই দেশ সুসম্পর্ক বজায় রেখেছে, পারস্পরিক উপকারী সহযোগিতা গভীর করেছে এবং একে অপরকে তাদের মৌলিক স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে দৃঢ়ভাবে সমর্থন করে এসেছে।

তিনি আরও বলেন, চীন-মিয়ানমার যৌথ ভবিষ্যতের সম্প্রদায় গঠনে কার্যকর অগ্রগতি অর্জনের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করা হবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের