শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

চীনে এক শুকর চাষীর ১৮ বছরের কারাদণ্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৮, ৩১ জুলাই ২০২১

Google News
চীনে এক শুকর চাষীর ১৮ বছরের কারাদণ্ড

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সরকারের বিরুদ্ধে আইনি সক্রিয়বাদীদের দমনে আইনজীবীদের প্রশংসা করায় দেশটির এক বিখ্যাত শূকর চাষিকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তাঁর বিরুদ্ধে কর্মকর্তাদের ওপর হামলা ও অন্যান্য অপরাধের জন্য দোষারোপ করা হয়েছে।

দাউ কৃষি গোষ্ঠির চেয়ারম্যান সুন্ দাউ ছিলেন ২০ জন আসামির মধ্যে অন্যতম, যিনি বেইজিং ‘এর দক্ষিণ পশ্চিমাঞ্চলে হুবেই প্রদেশের গাওবেইদিয়েনে বিচারের মুখোমুখি হয়েছেন।

দাউ কোম্পানির কর্মীরা রাষ্ট্র পরিচালিত সংস্থাকে ২০২০ সালের আগস্টে তাদের ভবন ভাঙতে বাধা দিলে এদের আটক করা হয়।

সুনকে ৪ লক্ষ আশি হাজার ডলার জরিমানা করা হয়। গাওবেইদিয়েন গণ আদালত এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় সংস্থার বিরুদ্ধে হামলায় জনগণকে জড়ো করা, সরকারি কাজে বাধাপ্রদান, ঝগড়া-বিবাদ সৃষ্টি করা, নাশকতামূলক প্রচার, অবৈধ কয়লা খনন, কৃষি জমি দখল করা এবং সরকারি অর্থ অবৈধভাবে নেয়ার দায়ে সুনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ভোয়াবাংলা

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের