শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইসরায়েলের আগ্রাসনে গত জানুয়ারি থেকে ১৯৯ ফিলিস্তিনির মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২২, ২৭ জানুয়ারি ২০২৩

Google News
ইসরায়েলের আগ্রাসনে গত জানুয়ারি থেকে ১৯৯ ফিলিস্তিনির মৃত্যু

সশস্ত্র গোষ্ঠী দমনের অজুহাতে ফিলিস্তিনে আগ্রাসন জোরদার করেছে ইসরায়েল। গত এক বছর ধরে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ২০২২ সালে ৩০ শিশুসহ প্রাণ গেছে ১৭০ ফিলিস্তিনি নাগরিকের। গত একমাসে নিহতের সংখ্যা অন্তত ২৯ জন।

১৯৪৭ সালে এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে পৃথক ইহুদী এবং আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব করে জাতিসংঘ। সে প্রস্তাবে আন্তর্জাতিক নগরী হিসেবে রাখা হয় জেরুজালেমকে। এতো বছর পরও জাতিসংঘের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

গত এক বছরের বেশি সময় ধরে অধিকৃত পশ্চিম তীরের প্রতিটি এলাকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র গোষ্ঠী দমনের নামে নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক ফিলিস্তিনিরা।

২০২২ সালে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। যাদের ৩০ জনই শিশু।

জাতিসংঘের হিসেবে, ২০২২ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় যতো ফিলিস্তিনি নিহত হয়েছে। যা গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এ বছরও আগ্রাসন অব্যাহত রয়েছে। চলতি মাসেই অর্ধশত হতাহতের তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনা ও পুলিশি হামলার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি অধিবাসীদের হামলার ঘটনাও বাড়ছে। বিচারবহির্ভূত কারাদণ্ড ছাড়াও কোনো উসকানি ছাড়াই ভেঙে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের বসতি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের