শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

জার্মানির নির্বাচন

এসপিডির কাছে মেরকেলের দলের পরাজয়

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২৩:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২১

Google News
এসপিডির কাছে মেরকেলের দলের পরাজয়

এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস

জার্মানিতে অ্যাঙ্গেলা মেরকেলের দলকে সামান্য ব্যবধানে হারিয়ে নির্বাচনে জিতেছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)। খবর বিবিসির।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২৫.৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে এসপিডি। অন্যদিকে ২৪.১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মেরকেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অফ জার্মানি ও তার শরীক দল। অপরদিকে তৃতীয় অবস্থানে থাকলেও দলগতভাবে ভোটে সবচেয়ে ভাল করেছে গ্রিনস। তারা পেয়েছে ১৪.৮ শতাংশ ভোট যা দলটির ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বেশি। আর ১১.৫ শতাংশ ভোট পেয়েছে এফডিপি।

এদিকে নিয়ম অনুযায়ী কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য একটি জোট গঠন করতে হবে। এখন একটি জোট সরকার গঠনের চাবিকাঠি রয়েছে গ্রিনস এবং এফডিপি'র হাতে।

সমর্থকদের উদ্দেশ্যে এসপিডি দলের নেতা ওলাফ শলৎস অবশ্য বলেন, সরকার গঠনে তার দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে।

অন্যদিকে অ্যাঙ্গেলা মেরকেলের আশীর্বাদপুষ্ট সম্ভাব্য উত্তরসূরি আরমিন লাশেট বলেছেন, সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন অংকের হিসেব।

বুথ ফেরত জরীপে দুই দলই সমান ভোট পাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রত্যাশিত পূর্বাভাস আসছিল। সব মিলিয়ে জটিল আকার ধারণ করেছে এই নির্বাচনের ফল।

তবে এটা পরিষ্কার যে একটি জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছেন না বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের