শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১৯ অক্টোবর ২০২১

Google News
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩

ছবিসূত্র: ইন্টারনেট

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যের একটি হাটে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। সোমবার ওই রাজ্যের গভর্নরের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে  বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিবৃতিতে গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল জানিয়েছেন, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে রোববার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই চারদিক থেকে ঘিরে ধরে হাটে থাকা লোকজনকে লক্ষ্য করে নির্বিচার গুলি শুরু করে।

হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা পেরে ওঠেনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ নৃশংস হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।
 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের