শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

২০৬০ সাল নাগাদ কার্বন নি:সরণ শুন্যে নামিয়ে আনার ঘোষণা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ অক্টোবর ২০২১

Google News
২০৬০ সাল নাগাদ কার্বন নি:সরণ শুন্যে নামিয়ে আনার ঘোষণা সৌদির

ছবিসূত্র: ইন্টারনেট

২০৬০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান শনিবার রিয়াদে গ্রিন ইনিশিয়েটিভ ফোরামে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন। 

বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়াদের ওই সম্মেলনে ক্রাউন প্রিন্স সালমান বলেন, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২৭৮ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাবে সৌদি আরব। এভাবে ধীরে ধীরে কার্বন নিঃসরণ কমানোর মধ্যদিয়ে ১০৬০ সালের মধ্যে সৌদি আরব লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে। 

এসময় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৈশ্বিক মিথেন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে অবদান রাখতে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ মিথেন নিঃসরণ কমানোরও ঘোষণা দেন তিনি। 
 
সিএনএন তাদের প্রতিবেদনে জানায়, স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষাকে আরও জোরদার করতে সৌদি আরব গ্লোবাল ওশান অ্যালায়েন্সে যোগদান করেছে বলে জানিয়েছেন প্রিন্স সালমান। স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষায় ওশান এক্সপ্লোরেশন ফাউন্ডেশন গঠন করা ছাড়াও নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

এরই অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ৪৫০ মিলিয়ন গাছ লাগানো ও ৮ মিলিয়ন অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিন্স সালমান। 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের