রোববার,

২৮ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

রোববার,

২৮ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

যে কারণে ২২ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২৯ মার্চ ২০২৪

আপডেট: ১১:০৫, ২৯ মার্চ ২০২৪

Google News
যে কারণে ২২ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব

ভারতের সাড়ে ২২ লাখ ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির অভিযোগ, বিধিমালা লঙ্ঘন করেছে- এমন সব কন্টেন্ট সরিয়ে ফেলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিধিমালা লঙ্ঘন করে আপলোড করা ভিডিওগুলো সরিয়ে দিয়েছে ইউটিউব।

প্রতিষ্ঠানটি ভারত থেকে যত সংখ্যক ভিডিও সরিয়েছে, তা ৩০টি দেশের মধ্যে সর্বোচ্চ। সংখ্যার হিসেবে এর পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এর আগে তাদের ১২ লাখ ৪৩ হাজার ৮৭১টি ভিডিও সরিয়ে দেয়া হয়েছিল। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিডিও সরিয়ে দেয়া হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৩৫৪টি।

ইউটিউব জানিয়েছে, এই ভিডিওগুলোর বিধিমালা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করেছে মেশিন লার্নিং। যার মাধ্যমে ২০২৩ সালের শেষ ৩ মাসে সারাবিশ্বে ৯০ লাখ ভিডিও ডিলিট করেছে প্লাটফর্মটি। পাশাপাশি ২ কোটির বেশি ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেয়া হয়েছে।
 
বিধিমালা লঙ্ঘন যাচাইয়ের ক্ষেত্রে মেশিন লার্নিং নীতিমালা প্রয়োগ করে ইউটিউব। এর মাধ্যমে বিশ্বজুড়ে ভিডিও আপলোডে কড়া নজরদারি চালায় প্রতিষ্ঠানটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের