বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

Radio Today News

সিরিয়ার সামরিক বিমানবন্দরসহ ইরাকেও হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক

প্রকাশিত: ০৯:৫৫, ১৯ এপ্রিল ২০২৪

Google News
সিরিয়ার সামরিক বিমানবন্দরসহ ইরাকেও হামলা চালিয়েছে ইসরায়েল

অবশেষে ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবার ইসরায়েলে ইরানের হামলার জবাবে আজ শুক্রবার (১৯ এপ্রিল) এ হামলা চালালো ইহুদিবাদী দেশটি।   

গত শনিবার ইরান মূলত সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে চালানো হামলার জবাব দেয়। তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় তেহরান।

তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল ইসরায়েল। পাল্টা জবাবের বিষয়ে বহু আলাপের পর শেষ পর্যন্ত ইরানে হামলা চালালো ইসরায়েল।  

আল জাজিরা খবরে বলা হয়েছে, এ দিন দক্ষিণ সিরিয়ার আদরা ও আল থালা সামরিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। ইরাকের আল ইমাম এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও শুক্রবার ভোরে বেজে ওঠা সাইরেনকে পরে ফলস বা মিথ্যা অ্যালার্ম বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের