বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

আন্তর্জাতিক

প্রকাশিত: ১৩:৪২, ১৯ এপ্রিল ২০২৪

Google News
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ইরানের ইস্পাহান শহরের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি বলে দাবি করেছেন এক ইরানি কর্মকর্তা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন তিনি।

শুক্রবার ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শব্দ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে হয়েছে বলে জানিয়েছেন ইরানি ওই কর্মকর্তা। এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি এই খবর জানিয়েছে।

তবে, রয়টার্সের এই প্রতিবেদনে ইরানি ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছিল, ইস্পাহান শহরে ওপর ইসরাইলের ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় ‘আনুমানিক ভোর ৪ টায়’ ইস্পাহান শহরের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে। এরপরই ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ‘আকাশে এই ড্রোনগুলোকে ধ্বংস করেছে।’

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এখন টানটান উত্তেজনা।

এর মধ্যেই ইস্পাহান প্রদেশের একটি বড় বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের খবর জানায় ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম। খবরে বলা হয়, ইরান বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের