শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

প্রকাশিত: ০৯:১৮, ২৫ এপ্রিল ২০২৪

Google News
ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সাহায্য করতে কিয়েভকে গোপনে উন্নত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। 

এই অস্ত্রগুলি গত মার্চ মাসে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অংশ ছিল। যা এ মাসে কিয়েভে পৌঁছেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়াতে চালানো হামলায় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। 

এদিকে জো বাইডেন নতুন করে ইউক্রেনকে সহায়তায় ৬১ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছে। 

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩০০ কিলোমিটার রেঞ্জের কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল। 

তবে কতগুলো এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ওয়াশিংটন আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে। 

তিনি আরও বলেন, এটি পার্থক্য তৈরি করবে। আমি আগেই বলেছি- কোন রূপালী বুলেট নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের