সোমবার,

২০ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সোমবার,

২০ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

ব্রাজিলে ঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ৯ মে ২০২৪

আপডেট: ১১:২৩, ৯ মে ২০২৪

Google News
ব্রাজিলে ঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এখনো নিখোঁজ রয়েছে ১২৮ জন। বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৬৩ হাজারের বেশি বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ব্রাজিলের রিও গ্রান্দে রাজ্যে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে গেছে রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রে। সেখানকার প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে বিমানবন্দর ও বাস স্টেশন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। 

গত সপ্তাহে টানা বর্ষণে প্লাবিত হয় ব্রাজিলের দক্ষিণাঞ্চল। পানির তীব্র স্রোতে ভেঙে যায় একটি হাইড্রোলিক বাঁধ।

ব্রাজিল সরকার বলছে, এই বন্যায় তাদের প্রায় ৪০ লাখ ৬০ হাজার ডলারের ক্ষতি হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের