রোববার,

১৯ মে ২০২৪,

৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রোববার,

১৯ মে ২০২৪,

৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

দেশে ২ হাজার বিচারকের বিপরীতে ৪০ লাখ মামলা বিচারাধীন আছে: প্রধান বিচারপতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৫, ৭ মে ২০২৪

আপডেট: ১৯:৫৬, ৭ মে ২০২৪

Google News
দেশে ২ হাজার বিচারকের বিপরীতে ৪০ লাখ মামলা বিচারাধীন আছে: প্রধান বিচারপতি

সকল নাগরিকের বিচার পাওয়ার পথ সুগম হলেই স্মার্ট বাংলাদেশ হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার (৭ মে) বিকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ টেলিভিশনের আইনবিষয়ক অনুষ্ঠান প্রমাণিত-অপ্রমাণিত আইনের সহজ পাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ২ হাজার বিচারকের বিপরীতে ৪০ লাখ মামলা বিচারাধীন আছে। আইনের মাধ্যমে সুবিচার পেতে জনগণের জন্য অনেকগুলো পদক্ষেপও নিয়েছে সরকার।

তবে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইডের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠান, মানুষকে কোর্ট সম্পর্কে ধারনা দেবে। আইনি প্রতিকার সস্পর্কে সচেতন করে তুলবে। 
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ অনুষ্ঠান সাবলীলভাবে আইন আদালত সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ধারণা দেবে। ন্যায় বিচার পাওয়ার বিষয়গুলো আরও পরিষ্কার হবে। সবাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের