শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

নথিপত্র প্রস্তুত না হওয়ায় পেছালো আবরার হত্যা মামলার রায়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৭, ২৮ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:২৩, ২৮ নভেম্বর ২০২১

Google News
নথিপত্র প্রস্তুত না হওয়ায় পেছালো আবরার হত্যা মামলার রায়

আবরার ফাহাদ (ফাইল ছবি)

রায়ের নথিপত্র প্রস্তুত না হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রায় ঘোষণার দিন পিছিয়েছেন আদালত। রায়ের জন্য নতুন করে আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় পেছানোর এ আদেশ দেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২২ আসামিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আদালত হাজির করা হয়। এরপর তাদের আদালতে হাজতখানা রাখা হয়।

পরে বেলা ১১টা ৪০ মিনিটে আসামিদের আদালতের হাজতখানা থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। সেখানে আদালত রায়ের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ১৪ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের