ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের ফ্যাশন আইকন। অভিনয় থেকে দূরে সরে গেলেও এখনও ফ্যাশন জগতে তুমুল জনপ্রিয় সাবেক এই বিশ্বসুন্দরী। বহু বছর ধরে তিনি কাজ করছেন ফরাসি লাক্সারি বিউটি ব্র্যান্ড ল’রিয়েলের শুভেচ্ছাদূত হিসেবে। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে তিনি হাঁটলেন ল’রিয়েলের প্রতিনিধি হিসেবে; যার শো স্টপার ছিলেন সুপারমডেল কেন্ডাল জেনার।
সোনালি মেটালিক গাউনে মঞ্চে আলো ছড়ান ৪৯ বছর বয়সী ঐশ্বরিয়া। ভোলেননি শোতে দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দিতেও। ল’রিয়েল প্যারিসের শো শেষে সবাই এক মঞ্চে মিউজিকের তালে তালে নাচেন। এসময় কন্যা আরাধ্যকেও ডেকে নেন মঞ্চে। তুলেন সেলফি। সেই সেলফি নিয়ে এখন দুনিয়াজুড়ে ঐশ্বরিয়া–ভক্তদের চলছে উন্মাদনা।একজন ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হোয়াট আ ফ্রেম!’ আরেকজন লিখেছেন, ‘আর কী চাই!’
ঐশ্বরিয়াকে সমর্থন জানাতে ফ্রান্সের প্যারিসে উপস্থিত হয়েছিলেন তাঁর শাশুড়ি জয়া বচ্চনও।