শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ডেঙ্গুতে নতুন আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি আরও ৫২৫ জন

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ৩ অক্টোবর ২০২২

Google News
ডেঙ্গুতে নতুন আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি আরও ৫২৫ জন

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে মোট ৬১ জনে। একই সময় নতুন করে আরও ৫২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে রোগটিতে মোট দুই হাজার ১৪৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ 
আজ সোমবার (৩ অক্টোবর) ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সারাদেশে ৫২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৩৫২ জন এবং ১৭৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ১৪৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৫৯৮ জন। ৫৪৬ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন রয়েছে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের