সোমবার,

২০ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সোমবার,

২০ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

উন্মুক্ত দরপত্র ছাড়াই মশার ওষুধ কিনতে পারবে ডিএনসিসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৯, ৮ মে ২০২৪

Google News
উন্মুক্ত দরপত্র ছাড়াই মশার ওষুধ কিনতে পারবে ডিএনসিসি

উন্মুক্ত দরপত্র ছাড়াই মশার ওষুধ কিনতে বা আমদানি করতে পারবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ডিএনসিসিকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কীটনাশক কেনা বা আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (০৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সরাসরি ক্রয় পদ্ধতিতে কীটনাশক কেনা অথবা আমদানির প্রস্তাব আনা হয়। সভায় আলোচনার মাধ্যমে প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের