শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

‘সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী সংবিধানে পরিণত করেছে  সরকার’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৬, ২০ মে ২০২২

Google News
‘সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী সংবিধানে পরিণত করেছে  সরকার’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী সংবিধানে পরিণত করেছে এ সরকার। আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় বসেছে, আগামীতেও একই কায়দায় ক্ষমতায় বসার পরিকল্পনা করছে।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‘বিএনপি র‌্যাগিং করে করে ক্ষমতায় আসে’ এ কথার বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। এর আগে ১৯৭৩ সালে ব্যালট বক্স হেলিপ্যাডে ঢাকায় নিয়ে এসেছে। নয়টি আসন আওয়ামী লীগ জোর করে নিয়েছে। এভাবেই তারা ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়।

তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে সবকিছু পরির্বতন করে আওয়ামী সংবিধানে পরিণত করেছে সরকার। সংবিধান পরিবর্তন করেও জনগণের ক্ষমতাও তারা নিয়ে গেছে।

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাদের মুখে যখন গণতন্ত্রের কথা শুনি, তখন হাস্যকর পরিস্থিতিতে দাঁড়ায়। এটা প্রতারণা ছাড়া কিছু নয়।

বিএনপির এ নেতা বলেন, দেশ আজ দিন দিন খারাপের দিকে অগ্রসর হচ্ছে। এ থেকে উত্তরণে সরকারকে পদত্যাগ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের