শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

সরকারের গোয়েন্দা সংস্থা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫১, ২২ মে ২০২২

Google News
সরকারের গোয়েন্দা সংস্থা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: ফখরুল

গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য সরকার চারটি আইন প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যার গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমের স্বাধাীনতা ধ্বংস করার জন্য ডিজিটাল সিকিউরটি আইনই যথেষ্ট বলে জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সাংবাদিকরা বিভক্ত হওয়ায় কালা কানুনের বিরুদ্ধে কোন প্রতিবাদ হয়নি। অথচ মানুষ আশা করেছিলো সবাই এসব আইনের বিরুদ্ধে সোচ্চার হবে।

ফখরুল আরও বলেন, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। সাংবাদিকসহ সব শ্রেণী পেশার মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐকবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের