শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সাম্প্রদায়িক হামলা: ভিপি নুর

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:২৫, ১৯ অক্টোবর ২০২১

Google News
রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সাম্প্রদায়িক হামলা: ভিপি নুর

নুরুল হক নুর

সরকার রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য বিভিন্ন সাম্প্রদায়িক হামলা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, এই সরকার ২০০৯ সাল থেকে ক্ষমতায়। রামুর ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা, ভোলা, যশোরের অভয়নগর, শাল্লা সহ বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা ঘটেছে এগুলো সব ক্ষমতাসীন সরকারের শাসনামলে ঘটেছে। 

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, এসব ঘটনার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত আমরা দেখিনি। একটা ঘটনারও তদন্ত হয় নাই। এর মধ্য দিয়ে কিন্তু আমরা ধারণা করতে পারি এইগুলো সরকার রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য ঘটাচ্ছে। 

তিনি বলেন, মন্দিরে কুরআন অবমাননার যে কল্পিত ঘটনা এই ঘটনাটি আমাদের কাছে মনে হয়েছে সাজানো এবং পরিকল্পিত। এই ঘটনার সাথে কোন হিন্দু মুসলিম জড়িত নয়, এই ঘটনার সাথে দুর্বৃত্তরা জড়িত। সেই দুর্বৃত্তরা রাজনৈতিক ছত্রছায়ায় এই ঘটনা ঘটিয়েছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদল অন্য দলের ওপর দায় চাপানোর এই গতানুগতিক বক্তব্য নয়, অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে। 

রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে এ সমাবেশ শেষে সন্ধার দিকে সাম্প্রদায়িক হামলা, তান্ডব, লুটপাটের প্রতিবাদে ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

এছাড়া রাষ্ট্রীয় মদদে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ৮টি ছাত্র সংগঠন। এসময় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করেন তারা। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের