
ফাইল ছবি
সমাজে আমরা সকলেই দলবদ্ধ হয়ে বসবাস করি। আমাদের আশেপাশে যারা বসবাস করে তারাই হলো আমাদের প্রতিবেশী। ইসলামিক শরীয়ত মোতাবেক মুসলিম বান্দা হিসেবে আমাদের সকলেরই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক।
ইসলামিক শরীয়ত মোতাবেক প্রতিবেশীর খোঁজ খবর রাখা ঈমানের অন্তর্ভুক্ত। প্রতিবেশীর প্রতি আমাদের কিছু দায়িত্ব কিংবা কর্তব্য রয়েছে যার প্রতি আমরা অনেকেই যত্নবান নই। যেখানে বহু হাদিস হতে বর্ণিত হয়েছে, প্রতিবেশীর হক আদায়ের জন্য। তাই মুসলিম বান্দা হিসেবে আমাদের সকলেরই উচিত প্রতিবেশী প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বিশেষ যত্নবান হওয়া।
তাই চলুন দেরি না করে জেনে আসি ইসলামে আমাদের প্রতিবেশীর হক আদায়ের বর্ণিত হওয়া কিছু হাদিস সম্পর্কে:
১. এক হাদিস হতে বর্ণিত হযরত ইবনে আব্বাস (রাঃ ) বলেন, রাসূল (সাঃ ) বলেন, ওই ব্যক্তি মুমিনদের দলে নয় যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে। (মুসনাদে আবু ইয়ালা হাদিস : ২৬৯৯, আল আদাবুল মুফরাদ হাদিস : ১১২)
২. আল্লাহ বলেন, তোমরা বাবা মা, এতিম, মিসকিন, নিকট আত্মীয়-স্বজন, পার্শসঙ্গী, প্রতিবেশী,অসহায় পথিক এবং দাস দাসীদের সঙ্গে সদাচারণ কর। (সূরা নিসা :৩৬)
৩. হজরত আব্দুল্লাহ ইবনে (রাঃ )বলেন, রাসূল (সাঃ ) বলেছেন, যে মানুষ প্রতিবেশীর দৃষ্টিতে ভালো সেই সর্বোত্তম প্রতিবেশী। (শুআবুল ঈমান বাইহাকি হা ৯৫৪১, মুসনাদে আহমোদ হা ৬৫৬৬)
৪. অন্য একটি হাদিস হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এরশাদ করেছেন,' এক মুসলমানের উপর অপর মুসলমানের হক রয়েছে পাঁচটি। সেগুলো হল:
১. সালামের জবাব দেয়া, ২. রোগীকে দেখতে যাওয়া, ৩. দাওয়াত কবুল করা, ৪. জানাযায় শরিক হওয়া, ৫. হাঁচীর জবাব দেয়া।' (বুখারী মুসলিম ও মিশকাত শরীফ হাদিস নাম্বার ১৫২৪ )
এছাড়াও আমাদের নবীজি(সাঃ )বলেন,'যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না'।
উপরের উল্লেখিত হাদিস সমূহ থেকে এটি স্পষ্ট যে, প্রতিবেশীর হক আদায় করা ইসলামের একটি হুকুম স্বরপ এবং আবশ্যক। প্রতিবেশীর হক আদায় না করলে মহান রব্বুল আলামিন তার বান্দা দের উপর অসন্তুষ্ট হন । প্রতিবেশীদের সন্তুষ্ট এবং অসন্তুষ্ট হওয়ার উপর আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি অর্জন নির্ভর করে।
তাই আমাদের মুসলিম বান্দা হিসেবে ইসলামিক শরীয়ত মোতাবেক প্রতিবেশীদের প্রতি হক আদায় এবং তাদের প্রতি কর্তব্য এবং দায়িত্ব পালন করা উচিত।
মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিম উম্মাহদের প্রতিবেশীদের প্রতি হক আদায় করার তৌফিক দান করুন।
(আমিন )
এস আর