শনিবার,

১৫ ফেব্রুয়ারি ২০২৫,

২ ফাল্গুন ১৪৩১

শনিবার,

১৫ ফেব্রুয়ারি ২০২৫,

২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

আম বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
আম বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু

আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের পর থেকে বয়ান শোনার পাশাপাশি ইবাদত-বন্দেগীতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দ্বিতীয় পর্বে দেশের ২২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করছেন। সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকার বাকি অংশের মুসল্লিরাও।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক জানিয়েছেন, সকাল ১০টার দিকে খিত্তাভিত্তিক বয়ান হবে। এরপর দুপুর ১২টার দিকে শীর্ষ মুরব্বিরা বসে আনুষ্ঠানিকভাবে এই পর্বের ইজতেমা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে ধারণা করা হচ্ছে, সোমবার মাগরিবের নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষ হয়। এদিন সকাল সোয়া ৯টায় শুরু হয়ে মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। এছাড়া সোমবার থেকে শুরু হওয়া সুরায়ে নিজামের বিশ্ব ইজতেমা আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

পরবর্তীতে আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এই পর্বের ইজতেমা শেষ হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের