শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

কেসিসি’র ৬০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

শুভ্র শচীন, খুলনা

প্রকাশিত: ০০:৫৬, ২৭ আগস্ট ২০২১

আপডেট: ০৩:২৮, ২৭ আগস্ট ২০২১

Google News
কেসিসি’র ৬০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এই বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত এ বাজেটের মোট পরিমাণ ৬০৮ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকা। বাজেট ঘোষণার পর  ঘোষিত এই বাজেটকে উন্নয়নমুখী বাজেট বলে উল্লেখ করেন সিটি মেয়র।

নতুন এই বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯৮ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০৯ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বকেয়া পৌর কর আদায়, নবনির্মিত সকল স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণ যেমন-মার্কেট, দোকানঘর, আয়বর্ধক স্থাপনা নির্মাণ ও করপোরেশন সীমানা সম্প্রসারণের মাধ্যমে করপোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম। এ সময় কেসিসির কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/জেএফ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের