শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

প্রথমবারের মতো উইম্বলডন জিতলেন কাজাখ তরুনী এলেনা রাইবাকিনা

প্রকাশিত: ০৬:১৭, ১০ জুলাই ২০২২

আপডেট: ০৬:১৮, ১০ জুলাই ২০২২

Google News
প্রথমবারের মতো উইম্বলডন জিতলেন  কাজাখ তরুনী এলেনা রাইবাকিনা

প্রথমবারের মতো টেনিসের মহিলা এককের ফাইনাল উইম্বলডন জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ তরুনী এলেনা রাইবাকিনা।  

শনিবার মহিলা এককের ফাইনালে রাইবাকিনা বিশ্বের তিন নম্বর বাছাই ওন্স জাবেউরকে তিন সেটে পরাজিত করে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেন। এটি কাজাখস্তানের হয়ে প্রথম কোনো উইম্বলডন শিরোপা জয়।

রাইবাকিনা, যিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ২০১৮ সাল থেকে তিনি কাজাখস্তানের প্রতিনিধিত্ব করেছেন।  

খেলা শেষে সেন্টারকোর্টে প্রথম সাক্ষাত্কারে, রাইবাকিনা বলেন, "আমি ম্যাচের আগে খুব নার্ভাস ছিলাম, ম্যাচ চলাকালীন এবং আমি খুশি যে এটি শেষ হয়েছে"। 

এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের