শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আন্তর্জাতিক বিরতির পর আবার জমজমাট ক্লাব ফুটবল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ২ অক্টোবর ২০২২

Google News
আন্তর্জাতিক বিরতির পর আবার জমজমাট ক্লাব ফুটবল

ফাইল ছবি

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেছে ক্লাব ফুটবল।জাতীয় দলের ক্লান্তি ঝেড়ে ফেলে একইদিনে মাঠে নামে আর্সেনাল,লিভারপুল,চেলসি,বার্সার মতো জায়ান্টরা।যাতে দীর্ঘ ১০ দিন পর আরও একবার ভক্তদের আনাগোনায় মুখরিত হয় ঐতিহাসিক এনফিল্ড,এলিয়াঞ্জ এরিনার গ্যালারি।ভক্তদের এমন অকুন্ঠ সমর্থনের প্রতিদান দিতে ভুল করে নি দলগুলোও।শ্বাসরুদ্ধকর ফুটবলিং একশনে ঠাসা এক দারুণ দিন ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে ক্লাবগুলো এবং জানান দিয়েছে যে, এতোদিন ভক্তদের সাথে প্রিয় ক্লাবকে কতটা মিস করছিলো প্লেয়াররাও।

ফিরে এসেছে ফুটবলের প্রাণ।ফিরে এসেছে ক্লাব ফুটবল।মর্যাদার প্রশ্নে জাতীয় দলের অবস্থান উচুতে হলেও ঐতিহ্য,ক্যারিয়ার এবং শ্বাসরুদ্ধকর ম্যাচের দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী ইউরোপীয়ান ক্লাব ফুটবল।প্রতি বছরই প্রিয় ক্লাবকে ঘিরে যেই আয়োজনের পসরা সাজিয়ে বসেন সমর্থকরা,তার সাথে আসলেই তুলনা করা যায় না কোনোকিছু।প্রতি ম্যাচেই এনফিল্ডের বুনো হুংকার,কিংবা এলিয়াঞ্জের ভয়াক রুপ ভালোভাবেই জানান দেয় যে ক্রীড়া জগতে অনেক উর্ধে অবস্থান ক্লাব ফুটবলের।যার মুল হোতা নিজ নিজ ক্লাবের পাগলাটে ভক্তরা,যারা ক্লাবের জন্য অনেকসময়ই পার করে ফেলেন সকল পরিসীমা।

এমন প্যাশনেট ফ্যানবেসদের অবশ্য হতাশ করে নি ক্লাবগুলো।বরং দীর্ঘদিন পরিচিত কম্বিনেশনের বাইরে থেকে এসেও ওপেনিং দিনেই এক জাদুকরী দিনের সাথে ক্লাব ফুটবলের প্রত্যাবর্তন ঘটালো আন্তর্জাতিক দ্বায়িত্ব সেরে আসা ফুটবলাররা।যার সুচনা টা পরশু রাতে বায়ার্ন মিউনিখ করে ফেললেও,প্রিমিয়ার লীগে সেটা করলো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল।মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা গানার্সরা আরও এক বিজয়ের গল্প লিখে এমিরেটস এর মাটিতে।পার্টেই,জেসুস এবং শাকার গোলে আর্তেতার শিষ্যরা ৩-১ গোলে হারিয়েছে কন্তের স্পার্সকে।নিজেদের খেই হারানো স্বভাবের জন্য সমালোচিত গানার্সরা অবশ্য এবার ভিন্নরুপ দেখাচ্ছে প্রিমিয়ার লীগের মঞ্চে।

অন্যদিকে অউবামেয়াং এর প্রথম গোলের দিনে চেলসি জয় পেলেও আরও একবার পয়েন্ট হারিয়েছে ক্লপের লিভারপুল।ছন্দে থাকা ব্রাইটনের সাথে ৩-৩ ব্যাবধানে ড্র করেছে অলরেডসরা।ঘরের মাঠে ২-০ তে পিছিয়ে পড়ে দারুণ কামব্যাক করলেও,লিভারপুলের বিপক্ষে  এনফিল্ডের মাটিতে দ্বিতীয় প্লেয়ার হিসাবে হ্যাটট্রিক করেন ব্রাইটনের ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। যার দরুণ কামব্যাকের আশা জাগিয়েও ৭ ম্যাচে চতুর্থবারের মনে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় জার্গেন ক্লপের শিষ্যদের।
এদিকে লা লীগায় অপরাজিত দৌড় অক্ষুন্ন রেখেছে জাভির বার্সেলোনা।২০ মিনিটে করা লেওয়ানদস্কির চোখ ধাধানো গোলটাই ডিসাইসিভ হয়ে যায় শেষ অব্দি।পরবর্তীতে উভয় দলই আরও সুযোগ পেলেও গোল না হওয়ায় ১-০ তেই শেষ হয় ম্যাচ।এবং টানা ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন জাভির শিষ্যরা।

মোটকথা ফিরে এসেই আপন মহিমায় জ্বলে উঠেছে ক্লাব ফুটবল।সামনে একমাত্র বিশ্বকাপের আগে আপাতত নেই কোনো ব্রেক।তাই বলাই যায় যে বিশ্বসেরাদের সংমিশ্রণে ব্রেথটেকিং এক ফুটবলিং এডভেঞ্চারের জন্য প্রস্তুত ২০২২-২৩ মৌসুম।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের