শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিশ্বকাপে টিকতে মরিয়া নামিবিয়া-নেদারল্যান্ডস, সেরা হওয়ার দৌড়ে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড

মোসকায়েত মাশরেক, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ২০ অক্টোবর ২০২১

আপডেট: ২০:৪৫, ২০ অক্টোবর ২০২১

Google News
বিশ্বকাপে টিকতে মরিয়া নামিবিয়া-নেদারল্যান্ডস, সেরা হওয়ার দৌড়ে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড

ফাইল ছবি

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারার পর আজ দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এর আগে প্রথম ম্যাচে গ্রুপের অন্যতম পরাশক্তি আয়ারল্যান্ডের সাথে ৭ উইকেটে হেরেছিলো নেদারল্যান্ডস।

প্রথম ম্যাচে দলের উদ্বোধনী ব্যাটার ম্যাক্স ওডউডের হাফ সেঞ্চুরি সত্ত্বেও অন্য ব্যাটাররা নামের প্রতি সুবিচার করতে না পারায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় ডাচরা। অন্যদিকে শ্রীলঙ্কার সাথে নামিবিয়ার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। সেদিন কিন্তু নামিবিয়া নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি।

আজ দিনের প্রথম খেলায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে যদি ব্যাটার ম্যাক্স ওডউড, বেন কুপার, ব্যাস ডি লিড, কলিন এ্যাকারম্যান সুনাম অনুযায়ী খেলতে পারেন তাহলে ডাচদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন বেঁচে থাকবে।

অন্যদিকে স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই নামিয়াবিয়ার খেলোয়াড় ক্রেগ উইলিয়াম, গেরহাড এরাসমুস, স্পিফেন বার্ড ও ডেভিড ওয়াইসদের সামনে। দুটি দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের মধ্যে নামিবিয়া একটি আর বাকি দুটি ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড মুখোমুখি হবে শক্তিশালী শ্রীলঙ্কার। যদিও দল দুটি নিজ নিজ প্রথম ম্যাচে জয় পেয়েছে। কিন্তু গ্রুপের সেরা হওয়ার দৌড়ে আজকের ম্যাচটি গুরুত্বপূর্ন।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বোলার মাহেশ থাকসেনা, লাহিরু কুমারা, হাসারাঙ্গাদের দাপটে সেদিনকার প্রতিপক্ষ নামিবিয়া মাত্র ৯৬ রানে অলআউট হয়। শ্রীলঙ্কা ১৩ ওভার তিন বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছে লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে। দলটির বাকি ব্যাটসম্যানরাও রান করতে মুখিয়ে রয়েছেন।

অন্যদিকে, টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড দলটি খুবই শক্তিশালী। দলটিতে রয়েছে পল স্টার্লিং, কেভিন ও ব্রায়েন, এনড্রো বালবার্নি, গ্রারেথ ডিলানি, কার্টিচ ক্যাম্পার, সিমি সিংদের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাই শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আজকের দ্বিতীয় ম্যাচে কারা জিতবে সেটি আগে থেকে অনুমান করা অনেকটাই কঠিন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের