শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ইংলিশদের শুভসূচনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৫, ২৪ অক্টোবর ২০২১

Google News
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ইংলিশদের শুভসূচনা

ছবি: ইএসপিএন ক্রিকইনফো

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ৭০ বল হাতে রেখে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ইংলিশরা। 

ছোট লক্ষ্যে ব্যাটিংয়ের সূচনা হয় জেসন রয় ও জস বাটলারে হাত ধরে। তবে হঠাৎ হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ২১ রানে ফিরে যান রয়। এরপর দ্রুত ফেরেন জনি বেয়ারস্টো, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন। ততক্ষণে স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩৯ রান তুলেছে ছে ইয়ন মরগানের বাহিনী।।

পরে কক্ষপথে থেকে অধিনায়ক মরগানকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন বাটলার। তিনি ২২ বলে ৩ চারে ২৪ রান করে অপরাজিত থাকেন। অপর প্রান্তে ৭ রানে টিকে থাকেন মরগান। উইন্ডিজের হয়ে ২ উককেট নেন আকিল হোসেন।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। এরপর কেউই তা রোধ করতে পারেননি।

এভিন লুইস, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলরা চরমভাবে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন। সবাই যাওয়া-আসার মিছিলে যোগ দেয়ার প্রতিযোগিতায় নামেন।

গেইল ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের