শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৩, ২২ নভেম্বর ২০২৪

Google News
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলার মাত্র এক দিন আগেই বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের একাদশ ঘোষণা করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। একাদশে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে বলে ঘোষণা দেয় ক্যারিবিয়ানরা। আজ শুক্রবার (২২ নভেম্বর) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচে ক্যারিবিয়ানরা চার পেসার নিলেও বাংলাদেশ নিয়েছে তিন পেসার। আর স্পিনে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্ব করতে নেমেছেন মিরাজ। বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেডন সিলস।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের