শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাংলাদেশে আসার আগেই ছিটকে গেলেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ২৫ জুলাই ২০২১

Google News
বাংলাদেশে আসার আগেই ছিটকে গেলেন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

আগেই চোট পেয়েছিলেন। তা সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজটিতে খেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু চোটের তীব্রতা বেড়ে যাওয়ায় চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারছেন অসি অধিনায়ক। শুধু তাই নয়, আসন্ন বাংলাদেশ সফর থেকেও ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল ফিঞ্চের নেতৃত্বেই। কিন্তু ডান হাঁটুর ইনজুরির কারণে সেই সফরের আগেই অধিনায়ককে হারাল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজ থেকে রোববারই নিজ দেশে ফিরে যাবেন ফিঞ্চ।

দেশে ফিরে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের পর হাঁটুর সার্জারিও লাগতে পারে ফিঞ্চের। এর আগে অবশ্য দীর্ঘ যাত্রার ধকলও সইতে হবে তাকে। রোববার রওনা হয়ে লন্ডন ও দোহা হয়ে ম্যারাথন ভ্রমণ শেষে মেলবোর্নে পৌঁছবেন ফিঞ্চ।

এরপর হাঁটুতে সার্জানি করাতে হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কায় পড়ে যাবেন অসি অধিনায়ক। যদিও টিম মেডিকেল স্টাফরা আশাবাদী, সার্জারিও লাগলেও আগামী অক্টোবরের আগেই দলকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ৩৪ বছর বয়সী এ টপঅর্ডার ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিঞ্চে অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার দলের অধিনায়কত্ব করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে। তবে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বভার পড়তে পারে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের কাঁধে।

ফিঞ্চের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে টপঅর্ডারে সুযোগ পেতে পারেন ওয়েড। পাশাপাশি ওপেনার জশ ফিলিপও আরও একটি সিরিজে সুযোগ পাবেন নিজের সামর্থ্য প্রমাণের।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের