বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৮, ১৩ জুন ২০২২

Google News
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ করতে সৌদি আরবে গিয়ে এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মো. জাহাঙ্গীর কবির। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ১১ জুন তিনি সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

গত ১১ জুন সৌদি আরবে মারা যান জাহাঙ্গীর। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মারা গেলেন।

আরও পড়ুন: ১৪০ উপজেলায় আজ থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ

এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছাড়বে ৪ জুলাই। রোববার (১২ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। 

চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৫৮৫ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
 
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের