শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

সৌদি আরবে দেয়াল ধসে বাংলাদেশি নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১০, ২৭ নভেম্বর ২০২৩

Google News
সৌদি আরবে দেয়াল ধসে বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ শহরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আবুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত আবুল হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার কেরামত আলীর ছেলে। 

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরবের তায়েফ শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়ের বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্র জানায়, আবুল হোসেন গত ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানের তায়েফ শহরে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতেন। গত বছর দেশে এসে আবারও সৌদি আরবে ফিরে যান। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার মারা যান। আবুল হোসেন বিবাহিত। তার পাঁচ বছরের এক ছেলে ও দেড় মাস বয়সী মেয়ে রয়েছে।
 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের