শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

রেজাউদ্দিন স্টালিনের নতুন কাব্যগ্রন্থ- অস্ত্র ভাঙার মুহূর্ত 

সৈকত আহসান

প্রকাশিত: ০১:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ০১:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২

Google News
রেজাউদ্দিন স্টালিনের নতুন কাব্যগ্রন্থ- অস্ত্র ভাঙার মুহূর্ত 

রেজাউদ্দিন স্টালিন বাংলা ভাষার শক্তিমান কবি। গ্রন্হের সংখ্যা শতাধিক। পেয়েছেন বাংলা একাডেমি সহ বহু দেশী বিদেশী পুরস্কার। পৃথিবীর ৪২ টি ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা। সমাজের নানা বিষয় নিয়ে তার মৌলিক চিন্তা আমাদের আলো দেয়। রেজাউদ্দিন স্টালিন এখন বাংলা কবিতার আন্তর্জাতিক কণ্ঠস্বর। এবার ২০২২ বইমেলায় কবি প্রকাশনী প্রকাশ করেছে ৫৫তম কাব্যগ্রন্থ - অস্ত্র ভাঙার মুহূর্ত। 

রেজাউদ্দিন স্টালিনএই গ্রন্থের কবিতাগুলোতে নতুন পেন্টালজি তৈরি করছেন। এক দার্শনিক যন্ত্রণায় কবি অস্হির। " মিলন ছাড়া নারীরা গর্ভবতী হলে তাদের সন্তান জন্মাক ঈষা হয়ে"। রেজাউদ্দিন স্টালিন একই সাথে আধুনিক ও ধ্রুপদী। তিনি ইতোমধ্যে তৈরি করেছেন নিজস্ব স্বর। বর্তমান কাব্যগ্রন্থে অনন্য উচ্চতায় বাংলা কবিতাকে প্রতিস্থাপন করেছেন। কবিতাকে অলংকার বাহুল্য থেকে মুক্তি দিয়ে সৃজন করেছেনএক দাঢ্য ও নির্মেদ শৈলী। অব্যবহৃত শব্দগুলোকে রূপান্তর করেছেন নতুন ধাতুতে। অসীম অর্থের দ্যোতনায় সাধারণ কথা হয়ে উঠেছে রূপকের রঙধনু। রেজাউদ্দিন স্টালিনের কবিতা একটা অন্যটির চেয়ে অর্থে ও প্রতিঅর্থে ভিন্নতর। নতুন কোনো অভিজ্ঞতার সমার্থক। তার -বাড়ির গল্প-কবিতাটির চারটি লাইন এখানে তুলে দিইঃ ছাদ সমুদ্রে যখন বাতাস লাগে লোকটি তখন বেরিয়ে পড়তে চায়। কিন্তু বাড়িটা সবকটা হাত দিয়ে চেপে ধরে রাখে পরের সে অধ্যায়। অবচেতনের অতল থেকে সৃুমুত্থিত শিল্পবোধ আমাদের নিয়ে যায় ভিন্ন পৃথিবীতে।

সমাজের সঙ্কটগুলো কতটা রাজনৈতিক, কিভাবে নয়া উপনিবেশ তৈরি হচ্ছে কিংবা রাজনৈতিক সংস্কৃতির অবনয়নের কারণে আমরা হারাচ্ছি মূল্যবোধ। এরকম অনেক প্রশ্নে জারিত স্টালিনের কবিতা। অতীত ও বর্তমানের ভেতর একটা সেতুবন্ধ তৈরি করে দেয় তার কবিতা। আমি একমত যে- অনুবাদের পরেও স্টালিনের কবিতা আমাদের দাঁড় করিয়ে রাখে বিষ্ময়ের সামনে। তিনি নির্দ্বিধায় ব্যবহার করেন একে ফরটিসেভেন,ধাতব ব্লেড,ফায়ারিং স্কোয়াডের মতো শব্দ যা অনায়াসে কবিতার শরীরে মিশে যায়।

এছাড়াও আমরা উদাহরণে যেতে পারি একটা অসাধারণ কবিতায়। একদিন আমি- কোনোদিন কেউ,কবিতাটি পুরাণস্মরণ এবং রূপক সৃষ্টির নৈপুণ্যে অসীম অনুভবের জগতে নিয়ে যায়ঃ কোনোদিন কেউ ডিডেলাস হয় কেউ হয় ইকারুস, একদিন আমি কিং সলোমন একদিন ইউনুস। আমরা ইকারুসের ট্রাজেডি সম্পর্কে জানি।আরো জানি প্রোফেট ইউনুসের বিশাল মাছের পেটে অধিবাসের অলৌকিক ঘটনা। আর রাজা সলোমন এক বিষ্ময়কর চরিত্র যার অনুগত ছিলো জিন। এসবই পৌরাণিক কাহিনী কিন্তু রেজাউদ্দিন স্টালিন তা রূপকার্থে বহুমাত্রিক ব্যঞ্জনা দান করেন। আমরা কোনো না কোনোভাবে এরকম ট্রাজেডির মুখোমুখি হই।

রেজাউদ্দিন স্টালিনের কবিতায় একটা অন্তর্গত ঘূর্ণি আমাদের নিয়ে যায় অনুভবের অতলে। আমরা যখন কাব্যিক নিমজ্জন থেকে জেগে উঠি তখন চিরদিনের জন্য আমাদের হয় এক নতুন অভিজ্ঞতা। আমরা বিশ্বাস করি আমাদের জীবনে ডিডেলাস, ইউনুস,সলোমন এর অস্তিত্ব আছে। আলোচ্য কবিতাগ্রন্থে এরকম অনেক দৃষ্টান্তযোগ্য কবিতা আছে। আমরা আজকের আলোচনাকে সারমর্মে নিয়ে যেতে পারি। অস্ত্র ভাঙার মুহূর্ত- গ্রন্থটি বাংলা কবিতাকে অনন্যউচ্চতায় নিয়ে গেছে। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য এ এক অবশ্যপাঠের আগ্রহের তালিকায় সমুজ্জ্বল থাকবে বিশ্বাস করি। সুন্দর প্রচ্ছদ একেঁছেন মোস্তাফিজ কারিগর। কবি প্রকাশনী প্রকাশিত,গ্রন্থের মূল্য ১৫০/ টাকা। 
 

রেডিওটুডে নিউজ/আনাম/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের